ছড়াকার অজিত রায় ভজন'র জন্মদিনে আনন্দ আড্ডা অনুষ্ঠিত
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:২৫

ছড়াকার অজিত রায় ভজন'র জন্মদিনে আনন্দ আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০১:৪১:৪১

ছড়াকার অজিত রায় ভজন'র জন্মদিনে আনন্দ আড্ডা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন দুই বাংলার জনপ্রিয় ছড়াকার শন্তু চৌধুরী


ছড়ার মহাজন খ্যাত দুই বাংলার বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন'র ৫৭তম জন্মদিন উপলক্ষে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ আড্ডা নগরীর একটি রেস্টুরেন্টে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৮ টায় অনুষ্ঠিত হয়েছে। 

জ্যোতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ছড়াকার নিরন্জন চন্দ্র চন্দ'র সভাপতিত্বে ছড়াকার ও সংগঠক ধ্রুব গৌতমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- দুই বাংলার জনপ্রিয় ছড়াকার শন্তু চৌধুরী, ছোটোকাগজ ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়, ছোটোকাগজ অগ্নিশিখা সম্পাদক কবি সুমন বনিক, ছড়াকার ও  শিক্ষক সঞ্জয় নাথ সঞ্জু, আজকের সিলেটের সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ, ছড়াকার শহিদুল ইসলাম লিটন, ছড়াকার হিমাংশু রায় হিমেল, তুর্য দাস অনিক প্রমুখ। 

আড্ডার মধ্যমনি বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন তাঁর অনূভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন- আমি জীবনে যা অর্জন করেছি তার মধ্যে সেরা হলো মানুষের ভালোবাসা। আর আমি এই ভালোবাসা নিয়েই সবার মাঝে বেঁচে থাকতে চাই।

জ্যোতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ছড়াকার নিরন্জন চন্দ্র চন্দ বলেন- ভজন দা' আমাদের মতো অনেকের মাথার ছায়া হয়ে আছেন। আমরা তাঁর জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

উল্লেখ্য, বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজনের ৫৭তম জন্মদিন। তিনি ১৯৬৭ সনের ৩০ এপ্রিল সিলেট শহরের রায় নগরের সম্ভ্রান্ত রায় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বর্গীয় দুলু রাণী রায় ও নরেন্দ্র কুমার রায়ের সন্তান।

বাংলাদেশের প্রাচীনতম ছড়া সংগঠন ঐতিহ্যবাহী ছড়াপরিষদ সিলেট'র প্রতিষ্ঠাকালীন সদস্য বর্তমান সহ-সভাপতি অজিত রায় ভজন  আশির দশকের প্রারম্ভে তাঁর লেখালেখি শুরু করেন। তারপর থেকেই বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিকসহ ম্যাগাজিন, সাময়িকীতে নিয়মিত ছড়া লিখে আসছেন। এছাড়া ভারত, লন্ডন,কানাডা আমেরিকাসহ বিদেশের পত্র-পত্রিকায় প্রায় নিয়মিত তার ছড়া প্রকাশিত হয়।

ছড়াকার- সংগঠক অজিত রায় ভজনের তিনটি একক ছড়াগ্রন্থ 'পাখির মতো মেলব ডানা' (ফেব্রুয়ারি_২০১৮) ও 'স্মৃতির বাঁকে খুঁজি মাকে'  (ফেব্রুয়ারি-২০১৯)ক্ষেমতা নানার ছাতি(ফেব্রয়ারি_২০২২) প্রকাশিত হয়েছে। এছাড়া তারও আগে বেশ কয়েকটি যৌথ ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে। এদের মধ্যে রয়েছে- দুইবাংলার নির্বাচিত ছড়া, দিনবদল, উচ্চারণ, ছড়া নয় ছড়ি, মুক্তিযুদ্ধের নির্বাচিত ছড়া, ভাষা আন্দোলনের ছড়া, একমুঠো রোদ্দুর, মুক্তিযুদ্ধের ছড়া। এছাড়া "ছন্দকথা" নামে সাহিত্য পত্রিকা নিয়মিত সম্পাদনার পাশাপাশি বেশ কয়েকটি স্মরণিকা ও দেয়ালিকা সম্পাদনা করেন তিনি।

ব্যক্তিগত জীবনে স্ত্রী লাকী রায় একজন প্যারামেডিক চিকিৎসক। দুই সন্তান কন্যা দূর্বা রায় (শাবিপ্রবি'র সফটওয়ার ইঞ্জিনিয়ারি এর তৃতীয় বর্ষের ছাত্রি) ও পুত্র অর্ঘ্য রায় (বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রত্যাশী ছাত্র)। পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি নবম আর ভাইদের মধ্যে তিনি সকলের ছোট। উল্লেখ্য যে বিশিষ্ট গল্পকার নিখিল রায় পূজন এবং লিটল থিয়েটারের অন্যতম সদস্য এস,পি,এস সিলেটের প্রতিষ্ঠাকালীন সদস্য বর্তমানে আমেরিকা প্রবাসী রঞ্জন রায় ছড়াকার ভজন'র বড় দুই ভাই।


ছড়াকার অজিত রায় ভজন পেশায় ব্যবসায়ী হলেও সমকালীন ছড়া লেখা তাঁর নেশা। তিনি জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের সাথে জড়িত। আপামর পাঠকের জন্য লেখা অজিত রায় ভজন'র সমকালীন ছড়া খুব সহজেই পাঠকদের আকৃষ্ট করতে সক্ষম হয়।

ছড়ায় তাঁর দৃপ্ত পদচারণার উল্লেখ করার মতো।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর