দক্ষিণ সুরমা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ সম্পন্ন
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৩৯

দক্ষিণ সুরমা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ সম্পন্ন

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৭:৩৩:৩৩

দক্ষিণ সুরমা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ সম্পন্ন


দক্ষিণ সুরমা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ সুরমা সরকারি কলেজের দেশরত্ন শেখ হাসিনা আইসিটি ভবনের ৪র্থ তলায় ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রথমেই শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় ও বিভাগ সম্পর্কে ধারণা দেয়া হয়। এছাড়াও শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানায়।বিভাগের প্রভাষকগণ ক্লাসের উপস্থিতি ও মনোযোগ দিয়ে অধ্যবসায় করার উপর জোর দেন ও শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে স্নাতক জীবনের এই পথচলায় সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও জানান তারা।

শিক্ষার্থীরাও এই নবীনবরণে উচ্ছ্বসিত ও সকলের সাথে পরিচিত হতে পেরে আনন্দ প্রকাশ করে। এতে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃমছব্বির চৌধুরী। 

এছাড়াও বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মঈনুল হক, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফাতেমা খানম, প্রভাষক মাহমুদা আক্তার, প্রভাষক শিল্পী মালাকার, প্রভাষক মোহাম্মদ গিলমান আলী ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক চন্দ।

আজকের সিলেট/বিজ্ঞপ্তি/মিমো

সিলেটজুড়ে


মহানগর