গোয়াইনঘাটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫৩

গোয়াইনঘাটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৯:৩৭:১১

গোয়াইনঘাটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১


গোয়াইনঘাটে প্রচন্ড ঝড়-শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় বজ্রপাতে মৃত্যু হয়েছে একজনের। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে পুরো উপজেলা।

রোববার বিকেল ৫ টায় হঠাৎ প্রচন্ড কালবৈশাখী আর শিলাবৃষ্টি আঘাত হানে গোয়াইনঘাটে।

এ সময় হাঠে মাঠে রাস্তায় ব্যস্ত মানুষ দিশেহারা হয়ে পড়েন। আশ্রয় নেন নিরাপদে। হাওরে থাকা গরু মহিষ দিকবিদিক ছুটতে থাকে। রাতে গরুর সন্ধানে ছুটেন অনেকেই। বিভিন্ন ইউপিতে ঝড়টি আঘাত হানে। এতে অনেক ঘরবাড়ি হয় ক্ষতিগ্রস্ত, শিলার আঘাতে অনেক ঘরের টিন ঝাজরা হয়ে গেছে। জাফলং এলাকায় এ সময় করম আলী নামে ষাট বছরের এক বৃদ্ধ বজ্রাঘাতে প্রাণ হারান।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঝড়টি বেশ কয়েকটি ইউপিতে আঘাত হেনেছে। বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে। এদিকে, উঁচু এলাকার ৭৫% বোরো ফসল মাঠে থাকায় বেশীরভাগই আক্রান্ত হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। ঝড়ের পরে বিদ্যুৎবিহীন রয়েছেন গোয়াইনঘাটবাসি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর