বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলা গ্রাম আদালত কমিটির সভা মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলার গ্রাম আদালত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ সিংহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগর, কমিটির সদস্য অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরিপুরের প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ, সাংবাদিক রজত দাস ভুলন, ইউপি সদস্য আফিয়া বেগম, কুলসুমা বেগম, সমরুননেছা ও গ্রাম আদালতের কর্মকর্তা মাহবুব আহমদ।
সভায় উপজেলার ৬টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।