তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওরে সাজনা আক্তার (৮) নামের নৌকা ডুবে নিখোঁজ এক শিশুর লাশ পাওয়া গেছে। সাজনা আক্তার জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শান্তিপুর গ্রামের সোনা মিয়া মেয়ে।
শুক্রবার দুপুরে শনির হাওরের ধামাই বিলে ওঠে বলে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তিন জন।
এছাড়া হারুন মিয়া (৪৮), তানহা আহমদ (৬) ও ঝুমা বেগম(৮)এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সবার বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর গ্রামে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্দি ধর জানান, স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ নিখোঁজ অপর তিন জনের সন্ধান চালাচ্ছে। তবে হাওর উত্তাল থাকায় উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে তাহিরপুর উপজেলার হাশেমপুর থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশ্বম্ভরপুর উপজেলা সদরে বৌভাত অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে শনির হাওরের ধামাই বিলে স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রীদের মধ্যে ৩১ জন সাঁতরে কূলে উঠতে পারলেও চার জন নিখোঁজ হন।
(আজকর সিলেট/১১ আগষ্ট/এসটি/ঘ.)