নিজস্ব প্রতিবেদক : এবার পুলিশের বাধায় পণ্ড হলো সিলেটে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ। সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে মানববন্ধন পালনকালে পুলিশ তাদের মাইক কেড়ে নেয়। এরপর আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করতে চাইলে তাতেও পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধায় মিছিল না করেই চলে যায় আন্দোলনকারীরা। পরবর্তীতে নতুন কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের কর্মসূচীতে বাধা দেয় ছাত্রলীগ। ছাত্রলীগের বাধার আশঙ্কায় আজ (সোমবার) সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ও পতাকা মিছিল করার কথা থাকলেও তা বাতিল করে আন্দোলনকারীরা।
এর আগে মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও এ বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। উপরন্তু ছাত্রলীগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করা হচ্ছে।
যৌক্তিক আন্দোলনের কর্মীদের নানা অজুহাতে আটক ও পুলিশি হয়রানি করা হচ্ছে অভিযোগ করে তারা বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।
নিপীড়ন করে এ আন্দোলন দমন করা যাবে না উল্লেখ করে তারা বলেন, কোটা বাতিল নয়, সংস্কারের জন্য আন্দোলন চালিয়ে যাবেন তারা।
(আজকের সিলেট/২ জুলাই/ডি/এসটি/ঘ.)