ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : ওসমানীনগরে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিলেট র্যাব- ৯। আটককৃত শহিদুল ইসলাম উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রামের মৃত আনোয়ার মিয়া চৌধুরীর ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-৯ তাকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ ঘটনায় র্যাব-৯ এর এসআই আবু তালেব মুন্সি বাদী হয়ে ওসমানীনগর থানায় মাদক আইনে শহিদুল ইসলামকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১১।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন বলেন, র্যাব সোয়া পাঁচ লক্ষ টাকা মূল্যের ১হাজার ৫০পিস ইয়াবাসহ একজনকে আটক করে মামলা দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি।