নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে নির্বাচনী মাঠে টাকা বিলির দায়ে মুরাদ আহমদ নামের এক জাপা নেতাকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার বেলা পৌনে ৩টায় নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আতাউল গণি ওসমানী এই দন্ড প্রদান করেন।
এর আগে শনিবার রাতে পুলিশ ভোটারদের মাঝে টাকা এবং নির্ধারিত সময়ের বাইরে লিফলেট বিতরণের সময় নবীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, পুলিশ গোপন সূত্রে খবর পায় জাপা নেতা মুরাদ ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন। এছাড়াও তিনি নির্ধারিত সময়ের বাইরে লিফলেট বিতরণ করলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদেশের কিছুক্ষণ পরই জাপা নেতা মুরাদকে কারাগারে প্রেরণ করা হয়েছে।