কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় অবৈধ ভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে প্রাণহানীর ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত পাথর শ্রমিক কাদির হোসেনের (৩৫) স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় গর্তের মালিক উপজেলার নারায়নপুর গ্রামের ছয়ফুল হক ও তার ভাই বদরুল হককে আসামী করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহ আরপিনে গর্ত ধসে উপজেলার লামনীগাঁও গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে কাদির হোসেন (৩৫) মারা যান। এঘটনায় তার স্ত্রী বাদি হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামীদের গ্রেফতারে ব্যবস্থা নিচ্ছে।
এর আগে গত সোমবার শাহ আরপিনে গর্ত ধসে দুই শ্রমিক নিখোঁজ হন। গর্তে পানি অপসারণ করে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায়ও গর্ত মালিকের বিরুদ্ধে মামলাও হয়েছে।