নিজস্ব প্রতিবেদক,সিলেট : গতকাল শনিবার ‘ডিজিটাল সিলেট সিটি’র দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে । সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তবে উন্নয়ন সংক্রান্ত উদ্বোধনী সভায় আমন্ত্রণপত্র পাননি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। এর আগে রমজান মাসে জেলা প্রশাসনের ইফতার মাহফিলেও তাকে দাওয়াত দেয়া হয়নি।
এই উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র অনুপস্থিত থাকায় নানা প্রশ্ন দেখা দেয়।
এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সিটিকে ডিজিটাল করার জন্য অনুষ্ঠান হচ্ছে শুনেছি। কিন্তু আমাকে এতে দাওয়াত (আমন্ত্রণপত্র) দেয়া হয়নি। এই সিটির নির্বাচিত মেয়র আমি। সিটি ডিজিটাল করা হচ্ছে অথচ ওই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয় না। এটা খুবই দুঃখজনক।