নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারের নিকটে এ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আলী আহমদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারের নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলী আহমদ মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে এ্যাম্বুলেন্সযোগে বাড়িতে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারের নিকটে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৬-৪৯৩১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ও ওসমানী নগরের একদল দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।