ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর এলাকায় বাস চাপায় শহীদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শহীদুল ইসলাম সার কারখানার চাকুরীজীবী ও তাঁর গ্রামের বাড়ি চট্রগ্রাম বলে জানা গেছে।
রোববার দুপুরে এদুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর নামক স্থানে কুলাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।