দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে সরকারের ১কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে দিরাই পৌর পরিষদের অর্থায়নে ও স্বজন-রক্তদান সেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে দিরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে।
শনিবার দুপুরে দিরাই সরকারি কলেজ, দিরাই হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসা, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ, দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে শতাধিক গাছ লাগানো হয়।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র মোশাররফ মিয়া, দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, দিরাই হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ আবদুল কাদির, মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, স্বজন-রক্তদান সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, প্রাভাষক মিজানুর রহমান পারভেজ, সংগঠনের আহ্বায়ক ইসলাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহ জাহান সাজু, সদস্য রুহুল আমিন, মুজাক্কারি হোসেন, সাব্বির প্রমুখ।