বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমানের মাতা আনোয়ারা বেগম (৭২) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তিনি ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাতে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বেলা ২টার সময় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে বিএনপি নেতা আতাউর রহমানের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুন নুর চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক রশিদ আহমদ, বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমদ, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল আলী মেম্বার, উপজেলা বিএনপির সাবেক শিল্প ও সমবায় বিষয়ক সম্পাদক বদরুজ্জামান লুদু, সাবেক যুগ্ন সম্পাদক হেলাল আহমদ, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ন আহবায়ক আবজাল আহমদ মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুবায়ের আহমদ প্রমূখ।
তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।