ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারে কুলাউড়া ও সিলেটের ফেঞ্চুগঞ্জের মাঝামাঝি ভাটেরা বাজার এলাকায় এলাকায় মালবাহি একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
সিলট রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গির আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেল ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া অভিমুখে যাত্রা করা মালবাহি ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। বন্ধ থাকা ভাটেরা রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে আরেকটি ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে।
এর আগে গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘন্টা বন্ধ ছিলো।