ডেস্ক রিপোর্ট : নগরীর শাহী ঈদগাহ এলাকায় এসএমপির ডিবি পুলিশের অভিযানে প্রায় এক কেজি গাজাসহ শুকুর আহমেদ ইমরান উরফে ইমরান আহমেদ (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। সে সওদাগরটুলা এলাকার বাবু মিয়ার পুত্র।
শুক্রবার বিকেল ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আকরব হোসেন, এএসআই দুলালা মিয়া, এএসআই মো. আব্দুস সামাদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা থেকে টিলাগড় সড়কের মধ্যবর্তী শাহী ঈদগাহ এলাকায় দল-দলী চা-বাগানে প্রবেশের মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে গাজাসহ তাকে আটক করে।
পুলিশ জানায়, আটককৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ি এবং সিলেট শহরের বিভিন্ন এলাকা হতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।