মাে. সাহেদুজ্জামান : কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেটের স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন-এর সম্পাদক সরওয়ার হােসেনের মা সুফিয়া হােসেনের কুলখানি অনুষ্ঠিত হয় বিয়ানীবাজারের মােল্লারপুর গ্রামের নিজ বাড়িতে । এটি কুলখানি অনুষ্ঠান হলেও রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি ও সাধারণ মানুষের উপচে পরা ভীড়ে কুলখানি অনুষ্ঠান পরিনত হয় গণমানুষের সমাবেশে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ অনুষ্ঠানের আয়ােজন।
শনিবার বিয়ানীবাজার উপজেলার মােল্লারপুর গ্রামের নিজ বাড়ি বঙ্গভিলায় এ কুলখানি উপলক্ষে এক দােয়া মাহফিলের আয়ােজন করা হয়। এতে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়। গত ২৯ অক্টােবর সিলেট নগরীর শেখঘাটের নিজ বাসায় ইন্তেকাল করেন।
কুলখানি অনুষ্ঠানে সিলেট সিটি করপােরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযােদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হােসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাঁন, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লন, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাংবাদিক আকাশ চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ আকতারুজ্জামান আকতার, আজকের সিলেটের নির্বাহী এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ফটােগ্রাফার কৃতিশসহ প্রশাসন, রাজনীতিবীদ, সামাজিক সাংবাদিকবৃন্দ।