বিনোদন ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষের জীবনযাত্রা ও চোরাকারবার নিয়ে নির্মিত বর্ডার নামের চলচ্চিত্রে অভিনয় করেছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান।
অধরা বলেন, এ ছবির জন্য আলাদা প্রস্তুতি নিয়েছিলাম। তাছাড়া শুটিং শুরুর মাসখানেক আগে চিত্রনাট্য হাতে পাই। চরিত্রের জন্য নিজেকে তৈরি করার সময় পেয়েছি।
এর বাইরে প্রতিদিন শুটিংয়ের আগের রাতে গ্রুমিং করেছি। এই প্রথম কোনো ছবিতে অভিনয় করলাম, যেখানে নিজে থেকে সংলাপ বলতে হয়েছে। এটি গতানুগতিক ধারার ছবি না। ছবিতে নায়ক-নায়িকা বা নাচ-গান ছিল না। পুরোটাই গল্পনির্ভর। অন্যরকম অভিজ্ঞতা নিয়ে কাজটি শেষ করেছি।
এদিকে, গত ১০ই অক্টোবর ক্যামেরা ওপেন হওয়ার পর টানা এক মাস ঢাকা, ধামরাই, যশোরসহ বিভিন্ন লোকেশনে ২০ দিন শুট হয়েছে ছবির। অধরা খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সাঞ্জু জন, রুমান রুনি, সুমন ফারুক, মৌমিতা মৌ, হারুন রশিদ, বিলাস খান প্রমুখ।