বিনোদন ডেস্ক : গেল সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘লুডু’। সিনেমাটিতে নজর কেড়েছেন আদিত্য রায় কাপুর। এবার অ্যাকশন সিনেমায় ফিরছেন আদিত্য। সিনেমার নাম ‘ওম : দ্য ব্যাটল উইথইন’। সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন অ্যাকশন ডিরেক্টর টিনু ভার্মার ছেলে কপিল ভার্মা। প্রযোজনা করছেন আহমেদ খান, তার স্ত্রী শায়রা ও জি স্টুডিয়োস প্রডাকশনস।
জানা গেছে, লকডাউনের মধ্যে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। ডিসেম্বরে শুটিংয়ে যাবে সিনেমাটি এবং মুক্তি পাবে ২০২১ সালের মাঝামাঝি। সিনেমার জন্য শরীরচর্চা করছেন আদিত্য।
আদিত্য রায় কাপুর বছরের শুরুতে ‘মালাং’ সিনেমার জন্য আলোচনায় ছিলেন।