নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার পরীক্ষা করা রিপোর্টে তাঁর করোনা পজিটিভ এসেছে। তিনি কয়েকদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন।
নগরীর একটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করলে বুধবার রিপোর্টে করোনা পজিটিভ আসে। তথ্যটি নিশ্চিত করেছেন কাউন্সিলার হাদীর ঘনিষ্ঠজন ও সিলেট মহানগর বিএনপির সদস্য মাহবুব আহমদ চৌধুরী।
বর্তমানে কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী চিকিৎসকের পরামর্শে হোম আইলোশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।