আজকের সিলেট ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই ভটভটি উল্টে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সোনা মসজিদের বারিক বাজার এলাকার একটি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বরেন্দ্র এলাকা থেকে ধান কাটার পর মজুরির ধান ভটভটিতে বোঝাই করে তারা বাড়ি ফিরছিলেন। তারা ভটভটিতে ধানের বস্তার ওপর বসেছিলেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের বারিকবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভটভটিটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেলে ধানের বস্তার নিচে চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। লাশগুলো উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।