নিজস্ব প্রতিবেদকঃ শীতে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তবে তা মানছেন না বেশিরভাগ মানুষ। ফলে মাস্ক ব্যবহার নিশ্চিত করা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে প্রশাসন।
রোববার বিকেলে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নগরীসহ বিভিন্ন উপজেলা অভিযান চলছে। সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
এসময় মাস্ক ব্যবহার না করায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সাধারণ মানুষকে মাঝে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানায় ভ্রাম্যমাণ আদালত।