বদরুল আলম, কুলাউড়াঃ প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যূদাবি পরিশোধ অনুষ্ঠান /২০ ইং উপলক্ষে অনুষ্ঠানে রূপালী লাইফ ইনসিওরেন্স কোং লিঃ কুলাউড়া সার্ভিস সেলের সম্মানিত ইনচার্জ মোঃ শাহীন আহমেদ সভাপতিত্বেেআয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্পাদক সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, প্রশিক্ষণ প্রদান করেন রূপালী লাইফ ইনসিওরেন্স কোং লিঃ এর চীফ ট্রেনিং কনসালটেন্ট খালিদ সাইফুল্লাহ বকসী, । পরে বীমা গ্রাহক মরহুমা মোসা: রাহেলা বেগমে এর বীমা দাবির – ৪০,০০০/- নমিনী মো: ফাহিম মিয়ার পক্ষে চেক গ্রহণ করেন, কমি বেগম। #বীমা গ্রাহকের নাম: মরহুমা মোসা: জমিরুন বেগম বীমা দাবির পরিমাণ – ৩৭,৪৫২/- নমিনী হিসেবে চেক গ্রহণ করেন, মোসা: রুলি আক্তার।