আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশত। তাৎক্ষণিক কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।
মঙ্গলবার দেশটির বামিয়ান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা, অন্যরা বেসামরিক নাগরিক। বোমা দুটি রাস্তার পাশে রাখা হয়েছিল।
বামিয়ানের পুলিশপ্রধান জাবেরদাস্ত সাফি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুটি বোমা বিস্ফোরণে ১৪ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন ৪৫ জনের বেশি।