নিজস্ব প্রতিবেদক : সিলেটে সুরমা নদী থেকে বালু তোলার দায়ে ৫ জনকে আটক ও ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন।
বুধবার সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের সুরমা নদীতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার দায়ে ড্রেজার মালিক আওয়ামী লীগ নেতা আনোয়ারুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বালু তোলার সঙ্গে জড়িত থাকায় ৫ শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন বলেন, অভিযানে আটককৃতরা অবৈধভাবে বালু তোলার কথা স্বীকার করেছেন। অপরিকল্পিত বালু তোলার দায়ে ৫০ হাজার জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে জরিমানা আদায়ক্রমে আটককৃতদের ছেড়ে দেওয়া হতে পারে।