নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী বিমানবন্দরে ২০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। তবে তাৎক্ষনিকভাবে এই যাত্রীর নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে দুবাই থেকে বিমানের (বিজি-২৪৮) একটি ফ্লাইটে ওই যাত্রী সিলেটে আসেন।
বিমানবন্দর ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গণি বলেন, বিমানের ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
বিমানবন্দরের আরেকটি সূত্র জানায়, স্বর্ণের বাসসহ আটক যাত্রীকে শুল্ক গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছে। স্বর্ণ চালানে তাকে কেউ সহযোগিতা করছে কিনা এ বিষয়ে জানতে চেষ্টা করা হচ্ছে।
তবে বিষয়টি জানতে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তা আল আমীননের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।