দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্বজিত রায়। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় যুবলীগ নেতা বর্তমান প্যানেল চেয়ারম্যান বিশ্বজিত রায়কে মনোনয়ন দেয়া হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, দিরাই পৌরসভা নির্বাচনে ইকবাল হোসেন চৌধুরীকে বিএনপির প্রার্থী করা হয়েছে। ভোটের মাঠে তার প্রতিদ্বন্দ্বী বিশ্বজিত রায়। তাদের মধ্যে হবে ভোটের লড়াই।
বিশ্বজিত রায় দিরাই উপজেলা যুবলীগ নেতা ও দিরাই ডিগ্রি কলেজের সাবেক ভিপি। দিরাই পৌরসভার তিনবারের নির্বাচিত কাউন্সিলর ও বর্তমান প্যানেল চেয়ারম্যান তিনি।
বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী দিরাই পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি। শুক্রবার (সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংগঠনের চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের কাছ থেকে মহাসচিবের স্বাক্ষর করা দলীয় মনোনয়নপত্রের চিঠি সংগ্রহ করেন তিনি।
নৌকার প্রার্থী বিশ্বজিত রায় বলেন, দিরাই পৌরসভার মানুষ এর আগে আমাকে বিপুল ভোটে তিনবার কাউন্সিলর পদে নির্বাচিত করেছেন। পৌরবাসী বিশ্বাস করে আমি মেয়র হলে দিরাই পৌরসভা আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে।
ধানের শীষের প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী বলেন, আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে। আমার ওপর দলের বিশ্বাস আছে বলে আমাকে মনোনয়ন দিয়েছে। ২৮ ডিসেম্বর দিরাই পৌরসভায় বিএনপির ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।
২২ নভেম্বর ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী দিরাই পৌরসভায় মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।