নূরজাহান শিল্পী
গগন কাঁপানো জাতীয় সংগীতে সুর তুলে আজও জয়বাংলা জয়ধ্বনি
তুমি ফিরবে বলে প্রতিটি ঊষা মাখে অলংকৃত রং
তুমি ফিরবে বলে সময়গুলো গল্প রচে সীমানায়
তুমি ফিরবে বলে ধ্রুপদি সংগীতে সুর তোলে অপার্থিব মূর্ছনায়
তুমি ফিরবে আবারো জ্বলে উঠবে অরিয়ন
আবারো জাগবে একফালি বিশ্বাস নিভু নিভু প্রদীপে।
তুমি ফিরবে বলে স্বপ্ন দেখে শ্রমজীবী মেহনতি মানুষগুলো
আতপ চালের ধোঁয়া উঠা ঘ্রাণে খুঁজে নেবে জীবনের সুখবোধ
কৃষানির উনুনে নিত্য নেচে উঠবে পূর্ণিমার চাঁদ
তুমি ফিরবে বলে বদলাবে সমর্পণের দৃশ্যপট
বিকল আড়মোড়া ভাঙা বিষণ্ন কঙ্কালগুলো
নিমিত্তে গড়ে নেবে প্রারম্ভিক যাপিত জীবনের গার্হস্থ্যনীতি
মৃতের শহরে হত্যাযজ্ঞের মিছিলে আয়ুষ্মান মানুষগুলো
খুঁজে নেবে বেঁচে থাকার উষ্ণ উত্তাপ।
তুমি ফিরবে সেই বিশ্বাসে শুধু
বাঙালি আজও খুঁজে ফেরে আরেকটি সাত মার্চের তর্জনীর ইশারা।
হে মৃত্যুঞ্জয়ী তুমি ফিরবে বলে।