বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইমন এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়া প্রথমবার জুটি বাঁধছেন। ‘বিয়ে আমি করবো না’ নামে নতুন সিনেমায় অভিনয় করবেন তারা।
শনিবার থেকে সাভারে কমেডি ঘরানার এই সিনেমার শুটিং শুরু হয়েছে।সিনেমাটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু।
সিনেমা প্রসঙ্গে ইমন বলেন, ‘বিয়ে আমি করবো না’ পুরোপরি কমেডি। এই সিনেমায় আমার চরিত্র ফানি। দর্শক দেখে আনন্দ পাবেন। তানহার সঙ্গে এটি আমার প্রথম কাজ। সবকিছু মিলিয়ে আশা করছি, ভালো একটি কাজ হবে।
তানহা তাসনিয়া অভিনীত ‘ভালো থেকো’ সিনেমাটি সর্বশেষ মুক্তি পেয়েছে ২০১৮ সালে। সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করছেন তিনি।