শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’র নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
রবিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন।
ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ভোটগ্রহণ চলবে। এর আগে ২৮ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অগ্রীম ভোট গ্রহণ করবেন নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার এ.এফ.এম. সালাউদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান ও হিসাবরক্ষক কর্মকর্তা তাপস তালকদার।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ চলবে। এরপর আগামী ২১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল শেষে বিকাল ৪টায় মনোনয়ন পত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা ২৪ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত। পরে একইদিন বিকাল ৪টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন।