কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : পৌরসভা নির্বাচনের জের ধরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সবুজকে কুপিয়ে জখম করার ঘটনায় উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক কামরুল হাসান বক্সকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত রোববার দুপুরে কুলাউড়ার উছলাপাড়া এলাকায় আমিনুল ট্রেডার্সে কোপানোর ঘটনা ঘটে। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কামরুল হাসান বক্সকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সবুজের ওপর অতর্কিত হামলা চালিয়ে নির্মমভাবে আহত করায় সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হল।
মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।