নিজস্ব প্রতিবেদক : সিলেটের কুমারগাঁও গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে আবারো বিদ্যুৎহীন হয়ে পড়েছে সিলেট নগরীসহ আশপাশের এলাকা। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে কুমারগাঁও গ্রিডে ত্রুটি দেখা দিলে বিদ্যুৎহীন হয় পড়ে সিলেট।
বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, কুমারগাঁও গ্রিডে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার ফলে নগরীর অধিকাংশ এলাকাতেই বিদ্যুৎ নেই। এটা সারাতেও সময় লাগবে। তবে কত সময় লাগতে পারে সেটা তিনি নিশ্চিত করতে পারেননি।
উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড (পিজিসিবি) ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর ৭টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও দু’টি উচ্চ ক্ষমতার ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, কন্ট্রোল প্যানেল পুড়ে গেলে পুরো সিলেট বিদ্যুৎহীন হয়ে পড়ে।