১ আগস্ট ২০২২
নিজস্ব প্রতিবদেক : বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের পক্ষ থেকে সিলেটে কর্মরত ১৬ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে অসুস্থ সাংবাদিক ও মৃত সাংবাদিক পরিবারের সদস্যরাও রয়েছন।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব অনুদানের চেক তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, এসএমপির মুখপাত্র ও এডিসি (এসপি) বিএম আশরাফ উল্লাহ তাহের, জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্বে) উজ্জল শীল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।