২ আগস্ট ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে অসচ্ছল জনগণের মধ্যে মাসব্যাপী বিনামূল্যে সবজিসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরে পৌর টাউন হলের সামনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মহিবুর রহমান মাহীর অর্থায়নে এবং জেলা যুবলীগের ব্যানারে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মাহী জানান, উদ্বোধনী দিনে দেড়শ’ নারী-পুরুষ ও শিশুর মধ্যে বিনামূল্যে আলু, বেগুন, চিচিঙ্গা, পেঁপে ও ডাটা শাকসহ বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়েছে।
শোকের মাসে প্রতিদিন দেড়শ’ জনকে এ সহায়তা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীসহ অনেকে।