১৮ আগস্ট ২০২২
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শ্রবণ প্রতিবন্ধী চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মাসতু মিয়া (৫৫) নামে এক চায়ের দোকানিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃত মাসতু জেলার চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের নিম্বর আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে।
এদিন ভোরে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে অভিযান চালিয়ে মাসতুকে আটক করা হয়। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ ক্যাম্পের র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গত ১৪ আগস্ট চুনারুঘাটের বদরগাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শ্রবণ প্রতিবন্ধী একটি ছাত্রী টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এ সময় মাসতু মেয়েটিকে তার চায়ের দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এরপর মেয়েটির বাবা চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে র্যাব মাসতুকে আটক করে।