২৭ আগস্ট ২০২২


শান্তিগঞ্জে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

শেয়ার করুন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : শান্তিগঞ্জ উপজেলায় বজ্রপাতে বাবুল চন্দ্র দেব (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত বাবুল উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর পশ্চিম পাড় (গাঙেরহাটি) গ্রামের মৃত তারক চন্দ্র দেবের ছেলে।

শনিবার সকাল ৯টায় সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

স্থানীয় ওয়ার্ডের সদস্য মো.আশিক মিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও গরু চড়াতে সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যান কৃষক বাবুল দেব। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তখন। হাওরে যাওয়ার পর বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য কৃষকরা তাকে বাড়ি নিয়ে আসেন।

শেয়ার করুন