২৮ আগস্ট ২০২২
নিজস্ব প্রতিবেদক : চারিদিকে সবুজের সমারোহ। সবুজ পাহাড়টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এটি দেশের মধ্যে সৌন্দর্যে ভরপুর অন্যতম একটি স্টেডিয়ামটি। ইতিমধ্যে এখানে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় ক্রিকেট ম্যাচ। অথচ আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামের প্রধান ফটকের পাশের রেলিং দীর্ঘদিন আগে উধাও হলেও সংশ্লিষ্টরা এব্যাপারে উদাসীন।
জানা যায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মৃল ফটকের টিকেট কাউন্টারের রেলিং দীর্ঘদিন থেকে উধাও। টিকেট কাউন্টারের সামনের পাচঁটি রেলিংয়ের ৪ টি রাতের আধারে চুরি হয়েছে। দীর্ঘদিন আগে রেলিং চুরি হলেও নজর পড়েনি সংশ্লিষ্টদের। আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামের প্রধান ফটকের পাশের রেলিং চুরির ঘটনায় নিরাপত্তার প্রশ্ন তুলছেন সচেতন মহল। সংশ্লিষ্টদের খামখেয়ালীকে দায়ি করছেন তারা।
স্টেডিয়ামটি সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া চা বাগান এলাকায় অবস্থিত। ২০০৭ সালে নির্মিত হয় এই স্টেডিয়াম। এর পর থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ। ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের মাঠ হিসেবে এই স্টেডিয়ামকেও নির্বাচন করে বিসিবি।
সম্প্রতি নারী এশিয়া কাপ এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অথচ প্রধান ফটকের পাশের টিকেট কাউন্টারের সামনের পাচঁটি রেলিংয়ের ৪ টিই চুরি হয়ে যাওয়ায় শঙ্কিত সচেতন মহল। রেলিং চুরির দীর্ঘদিন পেরিয়ে গেলেও তা সংস্কার না করায় সংশ্লষ্টেদের উদাসীনতাকে দায়ী করছেন তারা।
গুরুত্বপূর্ণ একটা জায়গায় সংশ্লিষ্টদের দৃশ্যমান অবহেলা কোনভাবে কাম্য নয় বলে জানিয়ছেন ক্রিকেটপ্রেমীসহ সাধারণ মানুষ। দ্রুত তা সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।