৩ সেপ্টেম্বর ২০২২
লাইফস্টাইল ডেস্ক : সেজেগুজে সকালবেলা বাড়ি থেকে বেরোলেন আর ঘণ্টাখানেক যেতে না যেতেই বিপত্তি! ঘামে সব মেকআপ নষ্টহয়ে যাচ্ছে! গরমে বাইরে থাকতে হলে এমন সমস্যায় অহরহ পড়েন মেয়েরা। তাই গরমের দিনে এসি ঘরে থাকার সুবিধে না থাকলে সচরাচর মেকআপ এড়িয়েও চলেন অনেকে। এমনিতে গরমে ভারী মেকআপ খুব একটা উপযোগীও নয়। কিন্তু একেবারে মেকআপ না করলেও কি চলে? বরং শিখে নিন কিছু কৌশল, যাতে যত গরমই পড়ুক, মেকআপ চট করে নষ্ট হয়ে না যায়!
প্রথমেই বরফ
মেকআপ শুরু করার আগে একটুকরো বরফ কাপড়ে মুড়ে সারা মুখে ভালো করে ঘষে নিন। মুখের রোমছিদ্রগুলো বরফে সঙ্কুচিত হয়ে যায় বলে মেকআপ ভালোভাবে বসে। পাশাপাশি বরফের শীতলতা ত্বককে শীতল ও তরতাজা করে তোলে, ফলে মেকআপ চট করে গলতে শুরু করে না।
মেক আপের আগে প্রাইমার
মেক আপ শুরুর আগে আমাদের প্রাইমার ব্যবহার ভুললে চলবে না। কারণ আমাদের মেক আপ কতক্ষণ ত্বকে একই রকমভাবে থাকবে তা অনেকটাই প্রাইমার ব্যবহারের উপর নির্ভর করে।
দীর্ঘক্ষণের ফাউন্ডেশন ব্যবহার
রোজকার ফাউন্ডেশনের বদলে উৎসবের মরসুমে এমন ফাউন্ডেশন বাছতে হবে যা আমাদের ত্বকে দীর্ঘক্ষণ সতেজতা বজায় রাখে। একই সঙ্গে হাত দিয়ে ঘষে না লাগিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য স্পঞ্জ ব্যবহার করতে হবে। এতে অতিরিক্ত তেল শুষে নিয়ে ফাউন্ডেশন ত্বকে ভালোভাবে বসে যাবে।
চোখের মেক আপে হাইলাইট
চোখ বড় দেখাতে গাঢ় কালো কাজল ব্যবহার না করলে যেন কোনও ভারতীয় লুকই সম্পূর্ণ হয় না। চোখকে হাইলাইট করতে হলে লাগাতে হবে আইলাইনারও। প্রিয়জনের সঙ্গে প্যান্ডেল হপিং-এর সময়ে যাতে আই মেক আপ ঘেঁটে না যায় তাই সামান্য পাউডার দিয়ে সেট করতে পারেন।
লিপ লাইনার ব্যবহার
পোশাকের সঙ্গে মানানসই লিপসিস্টের শেড সকলেরই পছন্দ। কিন্তু সেজেগুজে বেরোনোর কিছুক্ষণ পরেই যদি আমাদের ঠোঁটের লিপস্টিক ঠিক না থাকে তাহলে তা বিরক্তির তো বটেই। তাই দীর্ঘক্ষণ ঠোঁটে লিপস্টিকের লাস্যময়ী লুকের জন্য লিপ লাইনার ব্যবহার করতে হবে। তবে লিপ লাইনের রঙ যেন লিপস্টিকের শেডের কাছাকাছি হয়। নচেৎ লিপলাইনারটি লিপস্টিকের সঙ্গে বেমানান লাগবে।
মেক আপ সেটের জন্য স্প্রে
মেক আপ ঠিক মতো সেট করার জন্য শেষে স্প্রে করা মেক আপের একটি খুবই জরুরি অংশ। মেক আপ শেষ হওয়ার পর সামান্য একটু স্প্রে করে নিলেই তা অতিরিক্ত ত্বক থেকে তেল ও ঘাম শুষে নিয়ে ভালো করে মেক আপ সেট করতে সাহায্য করে।
হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন
গরমে ওয়াটার বেসড ময়েশ্চারাইজারই সবচেয়ে ভালো। ভারী তেলতেলে ময়েশ্চারাইজার লাগালে ঘাম বেশি হবে, মেকআপও ত্বকে বসতে অসুবিধে হবে।
সঠিক মেকআপটি বেছে নিন
ঋতুর উপর নির্ভর করে মেকআপের ধরনও পালটে যায়। হালকা ওয়াটারপ্রুফ মেকআপই বছরের এই সময়টার জন্য সবচেয়ে উপযোগী। হালকা মেকআপ ত্বকে বসেও যায় সহজে, আর ওয়াটারপ্রুফ হওয়ার সুবাদে ঘামে গলে যায় না। আচমকা ঝড়বৃষ্টি এলেও ওয়াটারপ্রুফ মেকআপ খুবই কাজের!
হাতের কাছে রাখুন ব্লটিং পেপার
মুখ তেলতেলে হয়ে গেলে বা বেশি ঘাম হলে ব্লটিং পেপার দিয়ে চেপে চেপে মুছে নিন।
মুখ টোনার দিয়ে মুছে নিন
মুখের বাড়তি তেলঘাম শুষে নিয়ে সতেজতা এনে দিতে জুড়ি নেই টোনারের। ক্লান্ত লাগলেই টোনারে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। ফেস মিস্টও স্প্রে করে নিতে পারেন। গরমে আরাম লাগবে।