১ সেপ্টেম্বর ২০২২


সিলেটে শুরু হলো ৩০ টাকায় ওএমএস’র চাল বিক্রি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নিম্ন আয়ের মানুষের জন্য খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

বৃহস্পতিবার সকালে নগরীর ক্বিনব্রিজ এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন কুমার দাস, সিলেট এএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মৈত্রী, সিলেট খাদিমনগরের এএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) বিপ্লব কুমার দাস, খাদ্য পরিদর্শক মাহবুবুর রহমান চৌধুরী, খাদ্য পরিদর্শক মিজানুর রহমান প্রমূখ।

জানা যায়, সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৯ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৭টি ট্রাক ও ৮টি দোকানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুরো বিভাগে ১৪০ জন ডিলার রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, ওএমএস কার্যক্রমে টিসিবির কার্ডধারীরা ১৫ দিন পর পর ৫ কেজি করে চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন। মাসে দুই বারে মোট ১০ কেজি ক্রয় করতে পারবেন তারা। এ ছাড়া ১৮ টাকা কেজি দরে আটা কিনতে পারবেন কার্ডধারীরা। এদিকে, ১৫ টাকা কেজি দরে চাল দেওয়ার খাদ্যবান্ধব কর্মসূচিও শুরু হয়েছে।

শেয়ার করুন