১১ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর যুবদলের কাউন্সিলের ২৭টি ওয়ার্ডের তৃণমূলের নেতাদের ভোটে সভাপতি পদে শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক পদে মির্জা মো. সম্রাট হোসেন নির্বাচিত হয়েছেন।
রোববার সন্ধ্যায় ভোট গণনা শেষে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই ফলাফল ঘোষনা করেন।
জানা যায়, মহানগর যুবদলের কাউন্সিলে মহানগর যুবদলের সভাপতি পদে প্রার্থী ছিলেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব শাহনেওয়াজ বখত তারেক ও আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বেলাল। আর সাধারণ সম্পাদক পদে সাবেক প্রার্থী ছিলেন সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক স্বপন, মীর্জা সম্রাট ও উমেদুর রহমান উমেদ।
উল্লেখ্য, সিলেট পৌরসভা থেকে সিটি করপোরেশন গঠনের পর এটিই ছিল মহানগর যুবদলের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচন। শহর যুবদলের সেই বিলুপ্ত কমিটির সভাপতি এমদাদ হোসেন টিপু ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানেই থিতু হন তিনি। আর সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সুহেল মহানগর বিএনপির রাজনীতিতে জড়িয়ে যান।