১৪ সেপ্টেম্বর ২০২২


যুবদল নেতা মকসুদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, জেলা বিএনপির নিন্দা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কোন ধরনের মামলা বা গ্রেফতারী পরোয়ানা ছাড়াই ভোরর রাতে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে তুলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। তবে আইনশৃংখলা বাহিনীর কোন দপ্তর থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বুধবার ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে স্টিলের দরজা ভেঙ্গে মকসুদকে তুলে নিয়ে যায় আইন শৃংখলা বাহিনী।

মকসুদ আহমদের বাসার কেয়ারটেকার ও ড্রাইভার মো. পলাশ জানান, রাত সাড়ে তিনটার দিকে ২০-২৫ জনের একটি দল তাদের বাসা ঘেরাও করে সামনে গেট খোলার চেষ্টা চালায়। তাদের কয়েকজন কালো পোশাকদারি ও কয়েকজন সাদা পোশাকেও ছিল। তারা সামনের গেট খুলতে না পেরে পরে পেছনের গেট ভেঙে বাসায় প্রবেশ করে মকসুদ আহমদকে নিয়ে যায়। ভোর চারটা ১০ মিনিটের দিকে তারা মকসুদ আহমদকে নিয়ে বাসা থেকে বের হয়। তবে কি কারণে, কোন মামলায় বা কোথায় নিয়ে গেছে তা তাদেরকে বলে যায়নি

মকসুদের পরিবারের সদস্যরা জানাান, ভোরেই তাকে র‌্যাব-৯ এর দপ্তরে নিয়ে আসা হয়। মকসুদ সবকটি মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানাও নেই। তবে কি কারণে তাকে র‌্যাব নিয়ে গেছে তা জানা যায়নি। মকসুদ র‌্যাব-৯ এর দপ্তরে আছেন এ তথ্য নিরাপত্তা রক্ষীরা জানান। তাঁর সাথে থাকা মোবাইল সেট পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দেন।

বিষয়টি নিয়ে জানতে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহ একাধিক দায়িত্বশীল নম্বরে যোগাযোগ করা হলেও কেউ কল রিসিভ করেননি।

তবে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল ইসলাম তালুকদার বলেন, গত রাতে মোল্লারগাঁওয়ে তাদের কোন অভিযান ছিলো না। মকসুদ আহমদকে দক্ষিণ সুরমা থানা পুলিশ গ্রেপ্তার করেনি। আমাদের কাছে এধরনের কোন তথ্য নেই।

এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, ভোররাতে আইনশৃংখলা বাহিনী সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে তাকে আদালতে প্রেরণ করার দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রীক আন্দোলনে রাজপথে সরব থাকা সিলেট জেলা যুবদলের নব নির্বচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে নিজ বাড়ির দরজা ভেঙ্গে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন।

তারা বলেন, অভিলম্বে অন্যায় ভাবে তুলে নিয়ে যাওয়া যুবদল নেতা মকসুদকে আদালতে প্রেরণ করতে হবে।

শেয়ার করুন