১৪ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে গ্রেফতারের পর তাকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে র্যাব। এর পর তাকে একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
বুধবার বিকেলে তাকে একটি নিয়মিত মামলার আসামী দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, মকসুদকে কেতোয়ালী থানাশ হস্তান্তর করেছে র্যাব। তিনি নিয়মিত মামলার আাসামী।
এর আগে বুধবার ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব।
মকসুদ আহমদের বাসার কেয়ারটেকার ও ড্রাইভার মো. পলাশ জানান, রাত সাড়ে তিনটার দিকে ২০-২৫ জনের একটি দল তাদের বাসা ঘেরাও করে সামনে গেট খোলার চেষ্টা চালায়। তাদের কয়েকজন কালো পোশাকদারি ও কয়েকজন সাদা পোশাকেও ছিল। তারা সামনের গেট খুলতে না পেরে পরে পেছনের গেট ভেঙে বাসায় প্রবেশ করে মকসুদ আহমদকে নিয়ে যায়। ভোর চারটা ১০ মিনিটের দিকে তারা মকসুদ আহমদকে নিয়ে বাসা থেকে বের হয়।