২০ সেপ্টেম্বর ২০২২
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সংস্কারের অভাবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবের বাজার-নয়াবন্দর সড়কের প্রায় ১০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব স্থানে পিচঢালাই ওঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়ক বেহাল হয়ে পড়ায় যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়ছে উপজেলার লক্ষাধিক মানুষ। এটি সুনামগঞ্জের জগন্নাথপুরের ভবের বাজার-নয়াবন্দর হয়ে সিলেটের গোয়ালাবাজারের প্রধান সড়ক।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, জগন্নাথপুরের ভবের বাজার-নয়াবন্দর হয়ে সিলেটের গোয়ালাবাজারের যোগাযোগের প্রধান মাধ্যম এই সড়কটি। তাই উপজেলার ৩০ টি গ্রামের লক্ষাধিক মানুষের চলাচল নির্ভিঘ্ন করতে সড়কটি দ্রুত রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়,২০১৪ সালে আওয়ামীলীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এলে চারকোটি টাকা বরাদ্দে ১২ কিলোমিটার সড়ক সংস্কারের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
এলজিইডি সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার বড় দুটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ভবেরবাজার-নয়াবন্দর ও গোয়ালাবাজার সড়ক। এই সড়ক দিয়ে কেবল এই দুই ইউনিয়নের মানুষ নয় জগন্নাথপুর পৌরসভা এলাকাসহ জগন্নাথপুরের অন্যান্য এলাকার মানুষও যাতায়াত করেন। এই অবস্থায় এই সড়কে চলাচলকারী দুই ইউনিয়নের দাওড়াই, পাঠকুড়া, জামালপুর, তিলক, শাহারপাড়া, মিলি, কালাম্ভরপুর, শুক্লাম্ভরপুরসহ কমপক্ষে ৪০ টি গ্রামের মানুষ মহাবিপদে আছেন।
ছাবির নামে স্থানীয় এক ব্যাক্তির সাথে কথা বললে তিনি বলেন, এই রাস্তাটিতে প্রতিদিন প্রায় কয়েক হাজার অটোরিকশা ও নানান ধরনের ছোট-বড় ভারি যানবাহন, অহরহ চলাচল করে। এতে করে ভাঙা রাস্তায় দীর্ঘ যামজট ও ভোগান্তিতে পরে মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রাস্তাটি দ্রুত সংস্কার চাচ্ছি।
প্রাইভেটকার চালক শামিম জানান, এখান দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ হেঁটে কিংবা কর্মস্থলে চরম ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করছেন। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সব ধরনের শ্রেণি-পেশার মানুষকে। সড়কের কাজ শুরু হয়েছিল বন্যার আগে এখন কাজ বন্ধ আছে, যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এছাড়া স্থানীয় এলাকাবাসী পথচারীসহ সকল শ্রেণি পেশার মানুষ যতো দ্রুত সম্ভব এ সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জানান, আমরা আশা করি অতি দ্রুত এর সমাধান হবে। হাজার হাজার মানুষের দুঃখ কষ্ট ভোগান্তি দুর হবে।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান জানান, ভয়াবহ বন্যার আগে সড়কের কাজ শুরু হয়েছিল, বন্যা আশায় কাজ বন্ধ ছিল ফলে চরম দুর্ভোগে আছেন মানুষজন। আশা করছি এই মাসের মধ্যে সড়কের কাজ শুরু হবে ঠিকাদার বলছে।