২৫ সেপ্টেম্বর ২০২২


প্রিপেইড মিটারে আওতায় আসছেন জালালাবাদ গ্যাসের গ্রাহকরা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : এবার সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিষ্টেম লিমিটেড’র (জেজিটিডিএসএল) ৫০ হাজার গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় আসছেন। গ্যাসের মিটারের জন্য গ্রাহকদের বাড়তি কোন চার্জ দিতে হবেনা।

মিটার ভাড়া মাসিক ভিত্তিতে কেটে নেওয়া হবে। কোম্পানির লোকজন বাড়ি বাড়ি গিয়ে এটি লাগিয়ে দেবেন। আগামী বছরের মধ্যেই কাজ শেষ হবে এমনটাই আশা কতৃপক্ষের। গতকাল রোববার জালালাবাদ গ্যাস কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষরিত হয় জালালাবাদ গ্যাস ও চায়না কোম্পানি দ্যা কনসোর্টিয়াম অব জিনার মিটারিং টেকনোলজি ও হেক্সিং ইলেকট্রিকেল কোম্পানীর মধ্যে। জেজিটিডিএসএল’র পক্ষে চুক্তিতে সই করেন প্রকৌশলী শহিদুল ইসলাম।

হেক্সিং ইলেকট্রিকেল কোম্পানীর পক্ষে চুক্তিতে সই করেন লিওজো। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব আহমদ মতিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী লিটন নন্দী। তিনি জানান, মিটারিং পদ্ধতিতে সিস্টেম লস হ্রাস হবে। রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

পাশাপাশি সেবার মানও বেড়ে যাবে। প্রাথমিকভাবে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৫০ হাজার গ্রাহককে এর আওতায় আনা হবে। পর্যায়ক্রমে পুরো সিলেটের গ্রাহকদের এই পদ্ধতিতে আনা হবে। পাইলট প্রকল্প হিসাবে নগরীর শাহজালাল উপশহর ও হাউজিং এষ্টেটে এই কার্যক্রম শুরু হবে।

আগামী ডিসেম্বরের এটি সম্পন্ন করা হবে। লিটন নন্দী জানান, এই প্রিপেইড মিটারে রয়েছে উন্নত আধুনিক প্রযুক্তি। কার্ডের মাধ্যমে বিল পরিশোধের ব্যরস্থা। প্রতিটি ডাবল এবং সিঙ্গেল বার্নারের জন্য প্রিপেইড মিটার স্থাপন, গ্যাস বিল বকেয়া না থাকায় খেলাপী না হওয়ার সম্ভাবনা না থাকা, ক্রেডিট শেষ হয়ে গেলে জরুরী ব্যালেন্স থাকার কথা জানান।

এছাড়া স্মার্ট মোবাইল ফোনে অ্যাপস ব্যববহার করে ঘরে বসেই কার্ড রিচার্জ করার সুবিধা থাকবে। অনলাইন অফলাইন দুটি পদ্ধতিইে বিল দেওয়া যাবে। গ্রাহকদের জিআই লাইন নিজ খরচে করে নেওয়ার জন্য আহবান জানান তিনি।

লিটন নন্দী জানান, ইতিমধ্যে মাঠপর্যায়ে গৃহস্থালি শ্রেণীর গ্রাহক আঙ্গিনায় প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের জন্য ডিজাইন, ইঝঞ্জনিয়ারিং, ৫০ হাজার মিটার সরবরাহ ও স্থাপন, ডাটা সেন্টার ডাটা রিকভারি সেন্টার স্থাপন, প্রয়োজনীয় হার্ডওয়ার ও সফটওয়ার সরবরাহ করা হয়েছে। আগামী বছরের শেষ দিকে এই কাজ শেষ হবে বলে তিনি জানান।

শেয়ার করুন