৪ অক্টোবর ২০২২
ডেস্ক রিপোর্ট : জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের বেশীরভাগ এলাকার ন্যায় অন্ধকারে রয়েছে পুরো সিলেট বিভাগ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই পুরো সিলেট অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। তবে কয়েক ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভিবক হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুতের কর্মকর্তারা।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা বা ১ টার দিকে সিলেটে নগরীতে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেছেন, জাতীয় সঞ্চালন লাইনে দ্রুটির কারণে ৫টি বিভাগে বিদ্যুৎ নেই। সিলেট বিভাগও বিদ্যুৎহীন। দেশের সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ। রাত ১২ টা ১টার দিকে সিলেট নগরীতে বিদ্যুৎ স্বাভাবিক হতে পারে। জাতীয় গ্রিডে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথমে ঢাকায়, পরে চট্টগ্রাম এবং সিলেট বিদ্যুৎ স্বাভাবিক হতে পারে। বিদ্যুৎ সরবরাহ শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ক্যান্টনমেন্ট, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগে দেয়া হবে।
বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, পিজিসিবির দক্ষ প্রকৌশলী দল দ্রুত বিদ্যুৎ সরবরাহ ফেরাতে নিবিড়ভাবে চেষ্টা করে যাচ্ছে। যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বরে আশা প্রকাশ করেছে তারা।