৫ অক্টোবর ২০২২


বিয়ানীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় মিলন বেগম (৫০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর দুবাগ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ও এক যাত্রী আহত হয়েছেন।

বুধবার দুপুরে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়ানীবাজার-সিলেট সড়কের মেওয়া এলাকার কাসিমুল মাদরাসার সামনে সিলেটগামী প্রাইভেট কার পথচারী নারীকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে খাদে পড়ে নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজাখুঁজি করে পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ও এক যাত্রী আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা অপর যাত্রী দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। এ সময় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি এলাকার ছমির উদ্দিনের ছেলে ইমরুল হোসেন (৩৫) ও কাজপুর এলাকার মঈন উদ্দিনের ছেলে আব্দুর রহমান (২৮)।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন