১৩ অক্টোবর ২০২২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
একঘণ্টার ইউএনও স্কুলছাত্রী জুতিকা
মৌলভীবাজারের কমলগঞ্জে এক ঘণ্টার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতীকী দায়িত্ব পালন করলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী জুতিকা রানী কর।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে ‘গার্লস টেকওভার’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে এই দায়িত্ব পালন করে সে। উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ‘রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও) এ অনুষ্ঠানের আয়োজন করে।
জুতিকা রানী কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও তিলকপুর এনসিটিএফের (ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স) চাইল্ড পার্লামেন্ট সদস্য।
ইউএনও সিফাত উদ্দিনের উপস্থিতিতে জুতিকা প্রতীকী এ দায়িত্ব পালন করে। এ সময় বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ রোধে আলোচনা করা হয়।