২৪ অক্টোবর ২০২২
ক্রীড়া ডেস্ক : দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। পাকিস্তানকে হারানোর পথে ৫৩ বলে করেছেন অপরাজিত ৮২ রান। মূলত তার ইনিংসের ওপর ভর করেই জয় পেয়েছে ভারত। ম্যাচশেষে এটিকে নিজের সেরা ইনিংস বলেও মনে করেন বলে জানান কোহলি।
তার এমন ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি লিখেছেন, ‘কোহলির ৭১টা একশোর অনেকগুলো দেখেছি, কিন্তু এরকম ইনিংস কেউ খেলতে পারে আমার জানা ছিল না। ’
‘উইকেট পড়ে গেলে গেম নতুন করে সাজানো এবং স্ট্রাইক রোটেট করে খেলা; ডিপে নেওয়া এবং ঠিক সময় মতো কাউন্টার অ্যাটাক করা; তাও সাকসেসফুলি! কী পরিমাণ কনফিডেন্স নিজের প্রতি! একটা জিনিস ক্লিয়ার, বিরাটের ধারে কাছে কেউ নাই এবং তার খারাপ সময়টা ছিলো জাস্ট ফ্লুক। আমি জীবনে এমন ব্যাটিং দেখি নাই। আর দেখলেও এভাবে অংকের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখি নাই। হোয়াট আ ব্যাটসম্যানশিপ! আ কিং ইজ অলওয়েজ কিং। ’