২৭ অক্টোবর ২০২২


মোগলাবাজারে ছিনতাইকারীর কবলে শিক্ষা অফিসার: গ্রেপ্তার ৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: মোগলাবাজারে শিক্ষা অফিসার ছিনতাইয়ের শিকারের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মোগলাবাজার মডেল থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায় গত (২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার জুবায়ের আহমদ জকিগঞ্জ থেকে সিলেট শহরে প্রাইভেট কারে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকা দিয়ে যাওয়ার সময় সন্ধ্যা ৭ টার দিকে তার গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ,মডেম, নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এবিষয়ে অভিযোগ পেয়ে মোগলাবাজার থানা পুলিশ বৃহস্পতিবার রাত ব্যাপী এসএমপির শাহপরান (র:) থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত প্রধান আসামী খাদিমপাড়া ইউনিয়নের মৃত আব্দুল মন্নান মজুমদারের ছেলে মোঃ লাবলু হোসেন (৩৬) ইসলামপুরের আব্দুল মতিন তালুকদারের ছেলে জুয়েল আহমদ রাহুল (২৬) সুনামগঞ্জের তাহিরপুর শিমুল বাগান এলাকার সাইদুল ইসলামের ছেলে রিয়াজ আহমদ ইমনকে (১৯) গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন,ল্যাপটপ এবং ছিনতাই এর কাজে ব্যবহৃত ছুরা ও প্রাইভেটকার উদ্ধার করা হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুদ্দোহা বলেন,অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার করতে সক্ষম হই,গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন