২৮ অক্টোবর ২০২২
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮অক্টোবর) বিকেল উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পারভেজের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাষ্টার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নূর আলম, যুগ্মআহবায়ক আবু সালেহ নোমান, যুগ্মআহবায়ক হাফিজুর রহমান, যুবদল আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জুয়েল,চারু মিয়া, জাহাঙ্গীর, হামদু, হোসেন রাজু, যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল তানভীর আহমেদ,যুগ্ম আহবায়ক ইব্রাহিম আল মাসুম, যুগ্ম আহবায়ক বেলায়েত প্রমুখ।